জাতীয়

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে কয়েকটি চুক্তি ও সমঝোতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন। সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এ সফরে দেশটির সঙ্গে ১টি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও ১টি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে। জ্বালানি খাতেও সমঝোতা স্মারক সই হবে।

ড. হাছান মাহমুদ জানান,  সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর এমভি আব্দুল্লাহ জাহাজটি দুবাই পৌঁছেছে। নাবিকরা সুস্থ আছেন। ২৩ নাবিককে নামিয়ে নতুন নাবিকদের ওঠানো হয়েছে জাহাজ পরিচালনার জন্য।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনারা আজ ফেরত যাচ্ছেন না। সেনাদের ফেরত পাঠাতে নতুন তারিখ নির্ধারণ হয়েছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। এর আগের দিন বুধবার মিয়ানমারের জাহাজ আসবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন