ক্রিকেট

মোস্তাফিজ দেশে ফিরবেন বলে মন খারাপ ধোনিদের

আইপিএলের চলমান আসরে বল হাতে দারুণ পারফর্ম করছেন মোস্তাফিজুর রহমান।   ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়ে টাইগার পেসার এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেটশিকারি।

তবে মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩ এপ্রিল (লক্ষ্ণৌ), ২৮ এপ্রিল (হায়দরাবাদ) ও ১ মে (পাঞ্জাব)। আগামী ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের।

কিন্তু মোস্তাফিজের বিয়োগে মন খারাপ হবে চেন্নাইয়ের।  সোমবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন চেন্নাই কোচ মাইক হাসি, ‘মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে (চিদাম্বরম স্টেডিয়ামে)। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যত দিন থাকতে পারে, তত দিন ধরে রাখতে চাই। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন