দেশজুড়ে

গাজীপুরে তীব্র গরমে গলে যাচ্ছে সড়কের পিচ

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এ তাপপ্রবাহের ফলে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সড়কেও পড়েছে তাপপ্রবাহের প্রভাব।  কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে কালিয়াকৈর-মাওনা সড়কের মেদিআশুলাই, চেয়ারম্যানবাড়ি, পাইকপাড়াসহ প্রায় ১০টি স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে। এর ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সড়কে পিচ গলে যাওয়ার বিষয়টি স্থানীয় সড়ক বিভাগকে জানানো হয়েছে বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার আহমেদ।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সড়কে হাটতে গেলে পিচে আটকে যাচ্ছে জুতার সোল। সড়কের পিচ গলে যাওয়ার এমন দৃশ্য এই প্রথম দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি দেখতে অনেক মানুষ ভিড় করছেন সড়কে।  সড়ক তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কি না সেটিও খতিয়ে দেখার দাবি করেন তাঁরা।

পরিবহন চালকরা জানান, তীব্র গরম আর রোদে সড়কের পিচ গলে আঠালো হয়ে গেছে। গাড়ির চাকা আটকে গিয়ে গতি কমে যায়। অনেক সময় গলে যাওয়া পিচের কিছু অংশ পরিবহনের চাকায় উঠে এসে লেগে থাকে। এই সড়কে গাড়ি চালাতেও ভয় লাগে। তাঁদের ধারণা সড়কে অতিরিক্ত মাত্রায় বিটুমিন দেয়ার কারণে ও নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করায় পিচ গলে যাচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান, এই সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। এই সড়কটিতে তাঁরা ডিএসটি টেকনোলজি ব্যবহার করেছেন। এ কারণে এখানে বিটুমিনের পরিমাণটা অন্যান্য পদ্ধতির তুলনায় কিছু বেশি দিতে হয়। আর গত কয়েকদিন ধরে অতিরিক্ত রোদের কারণে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এ জায়গাগুলোতে বালির ছিটালে সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, তীব্র গরমে ক্ষতিগ্রস্ত  রাস্তা সংস্কারের কাজ  ২৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ

এ সম্পর্কিত আরও পড়ুন