দেবের পা জড়িয়ে ধরে যা বললেন মহিলা
দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেব দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে।আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেবে’র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। বাংলার গ্রামগঞ্জে তার ভক্তের সংখ্যা অগণিত। ঘাটাল হোক বা বালুরঘাট, ‘দেবদা’ বলতে লোকে পাগল। তাই তো তাকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানে না।
লোকসভা ভোটের আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেয়ার কথা বলেছিলেন, এখন তাকে বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে। ঘাটালে ব্লকবাস্টার প্রচারের পর তাকে উত্তরের জেলাগুলিতেও প্রচারে দেখা গিয়েছে। বুধবার বালুরঘাটে প্রচারের ঝলক শেয়ার করেছেন টলিউড সুপারস্টার।
সেখানে দেখা গেছে, বালুরঘাটে চপার থেকে নামতেই মাঠে এক মহিলা এসে তার দুই পা জড়িয়ে ধরেন। সস্নেহে, পরমযত্নে ওই মহিলাকে দু'হাত ধরে তুলতে দেখা যায় দেবকে। প্রিয় অভিনেতাকে একঝলক দেখবে বলে অনুরাগীদের উচ্ছ্বাস। একটু ছুঁয়ে দেখার জন্য চোখের পানিও ফেলতে দেখা যায় তাদের। সেসব আবেগমাখা মুহূর্ত নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুপারস্টার প্রার্থী।
দেবের বালুরঘাট প্রচার এমনিতেই চর্চায়। প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করায় রাজনৈতিক মহলে নানা জল্পনার সূত্রপাত হয়। অমিত মালব্যও খোঁচা দিতে ছাড়েননি তাকে। সেসব নজর এড়ায়নি দেবের। পালটা এক্স হ্যান্ডেলে লিখে ঠারেঠোরে তিনি বুঝিয়ে দেন যে, তিনি সৌজন্যের রাজনীতিই করেন।