আউট বিতর্কে মুশফিক বললেন ‘মাশ আল্লাহ’
নাঈম হাসানের বল, ডিপ মিডউইকেটে হাওয়ায় ভাসান মুশফিকুর রহিম। বাঁ দিকে দুর্দান্ত ডাইভ দিয়ে সেই বল তালুবন্ধি করেন আবু হায়দার রনি। আউট হয়েছেন ভেবে মুশফিক যখন পথ ধরেন প্যাভিলিয়নের দিকে। তখনই প্রাইম ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় ক্যাচ নেওয়ার সময় আবু হায়দারের পা লেগেছে বাউন্ডারি দরিতে। তবে ঢাকা প্রিমিয়ার লিগে কোন টিভি বাঁ তৃতীয় আম্পায়ার না থাকায় শুরু হয় বিতর্ক।
ড্রেসিংরুম থেকে তামিম ইকবাল, কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন বেরিয়ে আসেন। মোবাইল ফোনে ভিডিও দেখে আম্পায়ারের সঙ্গে কথাও বলেন তামিম। ছক্কা নাকি আউট এ বিতর্কে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। শেষ পর্যন্ত আউট দেওয়া হয় মুশফিককে।
মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত ম্যাচটিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ৩৩ রানে হেরে যায়। তবে ক্যাচ বিতর্কের রেশ এমন পর্যায়ে যায় যে ম্যাচ শেষে মাঠে থাকা তাইজুল ও রুবেল ছাড়া প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় মোহামেডানের কারও সঙ্গে রীতি অনুযায়ী হাতও মেলাননি।
এদিকে সেই আউট যেন কোন ভাবেও মানতে পারছেন না মুশফিক। ম্যাচের একদিন পর আজ শুক্রবার বিতর্ক নিয়ে ফেসবুকেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নিজের অফিশিয়াল পেজ থেকে রনির নেওয়া ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশি। তাতে লাল বৃত্ত দিয়ে আবু হায়দারের পায়ের কাছে চিহ্নিত করেন। ক্যাপশনে, ‘মাশা আল্লাহ’ লিখে ‘স্যালুট’ দেওয়ার তিনটি ইমোজিও জুড়ে দেন।
মুশফিকের ওই পোস্টে ‘খুবই দুঃখজনক ভাই’ মন্তব্য করেছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেনও।