আন্তর্জাতিক

বন্যা ও ভূমিধসে তানজানিয়ায় নিহত ১৫৫

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩৬ জন। পাশাপাশি দুই লক্ষ তানজানিয়ান ও একান্ন হাজারের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর- বিবিসি 

দেশটির প্রধানমন্ত্রী মাজালিওয়া পার্লামেন্টে বলেন, এল নিনোর কারণে সৃষ্ট বন্যা, ভূমিধস ও প্রবল বাতাসের কারণে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। জীবনহানিসহ ফসলেরও  ব্যাপক ক্ষতি হয়েছে। রেলপথও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবেশের অবনতির কারণেই এই বিধ্বংসী বৃষ্টি। এ সময় তিনি পরিবেশ বিনষ্ট হওয়ার পেছনে নির্বিচারে বন উজাড়, স্ল্যাশ অ্যান্ড বার্ন নামক সাময়িক কৃষি চাষ পদ্ধতি ও অনিয়ন্ত্রিত গবাদিপশু চারণকে দায়ী করেন।

এল নিনো হলো, প্রাকৃতিকভাবে সৃষ্ট জলবায়ু প্যাটার্ন যা সাধারণত বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতও ডেকে আনে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন