ভাবিনি কখনও যাবে চলে: বাপ্পী
বাংলা চলচ্চিত্রর জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারো বিয়ে করলেন। তার এটা দ্বিতীয় বিয়ে। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় এ দম্পতি একসঙ্গে বসবাস করছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিয়ের খবর গণমাধ্যমকে নিজেই প্রকাশ করেন পূর্ণিমা।
পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে গেছে।
পূর্ণিমা-রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘ভাবিনি কখনও যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি। প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না। একবার বলে যাও কেন আমার হলে না?’ সঙ্গে যুক্ত করেছেন মন খারাপের ইমোজি।
বাপ্পীর এমন আবেগী পোস্টে বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা। তাদের মনে প্রশ্ন জেগেছে পূর্ণিমার সঙ্গে কি সম্পর্ক ছিল যে, এমন কথা বললেন বাপ্পী!
আসলে গোটা ব্যাপারটিই হৃদয়ের অনুভূতির। মূলত আসিফ আকবরের একটি জনপ্রিয় গানের প্রথম ছয় লাইন লিখেছেন এই তারকা।
অনেকেই হয়তো জানেন না, নায়িকা হিসেবে পূর্ণিমাকে বেশ পছন্দ বাপ্পীর।
গেলো বছরের ১১ জুলাই পূর্ণিমার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে বাপ্পী বলেছিলেন, ‘আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’
তবে এবার প্রিয় নায়িকার বিয়ের খবরে একটু বেশি মন খারাপ বাপ্পীর।
মেহা