মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : রেলপথ মন্ত্রী
খেলার জগতে দেশ এখন অনেক এগিয়ে গেছে। লেখা পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।আগামী দিনে সুস্থ জাতি গঠনে আরো বেশি খেলাধুলায় এগিয়ে আসতে হবে। বললেন রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এমপি।
বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় এ কথা বলেন।
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রার্থমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় বোদা পৌল সভা ফুটবল টিম ৪-২ গোলে বোদা ইউনিয়নন ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হন আর বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রার্থমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের খেলায় ঝলইশালশিরি ইউনিয়ন ফুটবল টিম ১-০ গোলে সাকোয়া ইউনিয়ন ফুটবল টিমকে পরাজিত করে বিজয়ী হন।
উপজেলা শিক্ষা অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান বক্তব্য রাখেন