নিজের ছেলেকে খুন করতে কিলারকে ৭৫ লাখ টাকা দিলেন বাবা
ছেলের কারণে দীর্ঘ দিন ধরেই বাবার ব্যবসার ক্ষতি হচ্ছিল। আর তাই তাকে মারতে বাবা নিজেই খুনিদের ভাড়া করেছেন। ৭৫ লক্ষ টাকা তুলেও দিলেন সেই ভাড়াটে খুনির হাতে।
ঘটনাটি প্রতিবেশি দেশ ভারতের মহারাষ্ট্রের পুণের। অভিযুক্তের নাম দীনেশচন্দ্র অর্গাদে। তিনি পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার। অভিযোগ, ছেলে ধীরজের কারণে তার ব্যবসার ক্ষতি হচ্ছিল দীর্ঘ দিন ধরে। ছেলের আচরণ পছন্দ ছিল না বাবা দীনেশচন্দ্রের। সম্পত্তি নিয়েও ছেলের সঙ্গে তার বিবাদ ছিল। সেই কারণেই ছেলেকে খুনের চক্রান্ত করেন।
গেলো ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টে নাগাদ যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। বাইকে চড়ে এসেছিল তারা। গুলি যুবকের কান ঘেঁষে বেরিয়ে যায়। তিনি সামান্য আহত হন। হাসপাতালে চিকিৎসার পর যুবক এই ঘটনার অভিযোগ দায়ের করেন থানায়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে, যুবকের বাবাই তাকে হত্যার ছক কষেছিলেন। তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
যুবক এবং তার পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাবা এবং ছেলের সম্পর্ক মোটেই ভাল ছিল না। পারিবারিক কারণেও তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। সম্প্রতি সম্পর্কের আরও অবনতি হয়েছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এ-ও জানতে পারে, ছেলেকে খুন করানোর জন্য ভাড়াটে খুনিদের ৭৫ লক্ষ টাকা দিয়েছিলেন অভিযুক্ত। তার বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।