সরকার দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় : রিজভী
তথাকথিত উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে। সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, তাপপ্রবাহের মধ্যে কষ্টে থাকা জনগণের পাশে বিএনপি দাঁড়িয়েছে। বিএনপি তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। এদেশে নাকি অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এই দাবদাহে মানুষের জন্য ক্ষমতাসীনরা কী করেছে।
রিজভী বলেন, তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ ১৭ জন মারা গেছে।
এসময় তিনি গেলো ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা তুলে ধরে বলেন, পুলিশের সহায়তায় ২৮ অক্টোবরের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, যুবলীগ, ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনা সরকার। পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী বেনজীর আহমেদ, আসাদুজ্জামানদের ব্যবহার করেছেন ক্ষমতা আঁকড়ে রাখতে। বেনজীরের মতো অবস্থা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানেরও হতে পারে।
টিআর/