এ সপ্তাহেই নেতানিয়াহুকে গ্রেপ্তারে পরোয়ানা
গাজায় মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কয়েক জন সদস্যের বিরুদ্ধে এ সপ্তাহেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
নেতানিয়াহু ছাড়াও এ তালিকায় আছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত।আর এ পরোয়না ঠেকাতে ইসরাইলের মন্ত্রিসভা ব্যাপক তৎপর হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তা এনবিসি নিউজকে এ তথ্য জানায়।
আর এ গ্রেপ্তারের খবর এমন সময় এলো যখন ইসরাইল গাজায় মানবাধিকার লঙ্ঘনের কারণে ব্যাপক আন্তর্জাতিক চাপে রয়েছে। হামাসের পাল্টা হামলার পর গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।