আর্কাইভ থেকে বাংলাদেশ

বিমানে আবর্জনার ব্যাগ থেকে জব্দ কোটি টাকার স্বর্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আবর্জনা থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্ব ও কাস্টমস কর্মকর্তারা  কাতার থেকে আসা বিমানের ফ্লাইটের আবর্জনার ব্যাগটি স্ক্যান করে কৌশলে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের বার জব্দ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসার বিষয়ে সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট থেকে সব যাত্রী নেমে গেলেও স্বর্ণের চালান খুঁজে না পাওয়ায় কর্মকর্তাদের সন্দেহ হয়। এসময় ময়লাগুলোর মধ্যে পেপার জাতীয় একটি বিশেষ বস্তু দেখা যায়। পরে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তা খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬ গ্রাম। এর বাজার মূল্য এক কোটি টাকা।

এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন