আর্কাইভ থেকে বাংলাদেশ

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, নিহত ১৫

মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে ৩ জাতিসংঘ কর্মীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আজ বুধবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। কর্তৃপক্ষের বরাত দিয়ে সে প্রতিবেদনে জানানো হয়, গেলো মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির গোমা শহরে এঘটনা ঘটে। 

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে গেলো সোমবার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দেশটির পূর্বাঞ্চল থেকে শান্তিরক্ষীদের ফিরিয়ে নেয়ার দাবিতে সোমবার জাতিসংঘের একটি শান্তিরক্ষা মিশনের ক্যাম্পে হামলা চালায় আন্দোলনকারীরা। বিক্ষোভের আগে সড়ক অবরোধ করে জাতিসংঘবিরোধী শ্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে বেনি ও বুতেম্বোতেও। এসময় পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন নিহত হন। 

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর উভয় শহরেই জাতিসংঘ শান্তিরক্ষী সৈন্যদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক হামলা করা হয়। এসময় শত শত বিক্ষোভকারী শান্তিরক্ষীদের ওপর ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া জাতিসংঘ ভবনে ভাংচুর এবং আগুনও দেয় বিক্ষোভকারীরা। কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

বুটেম্বো শহরের পুলিশ প্রধান পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং অজ্ঞাত সংখ্যক আহত হয়েছেন।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন