গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
গাজীপুরে জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছেন অনেকে। টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে একটি তেলবাহী ট্রেনের একই লাইনে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গেছে।
শুক্রবার (৩ মে) সকাল ১১ টার কিছু আগে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিছেন জয়দেবপুর জিআরপি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী টেনটি ঢাকা থেকে তাঁর গন্তব্যে যাচ্ছিলো। আর টাঙ্গাইল কমিউটার উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিলো। দুর্ঘটনায় দুই ট্রেনের ড্রাইভারসহ তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁদের শংকাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না।
দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা থেকে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘঠনাস্থলে পৌঁছেছেন। সেই সঙ্গে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে।
আই/এ