দেশজুড়ে

ব্রাক্ষ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

র‍্যাব জানায়,   গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা ৩ জনকে আটক  করে।এ সময়ে তাদের কাছ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৫০০ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিপ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল হাজী (৩২),আলমগীর হোসেন (৩৪),মো. সানি মিয়া (১৯)।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন