আন্তর্জাতিক

নিজের চিকিৎসা নিজে করে সুস্থ হলো ওরাং ওটাং

পৃথিবী প্রত্যক্ষ করলো এক আশ্চর্যজনক ঘটনা।ইতিহাসে প্রথমবারের মতো কোনো বন্য প্রানী নিজের চিকিৎসা নিজেই করে সুস্থ হয়ে উঠলো। ইন্দোনেশিয়ার একটি সুমাত্রান ওরাং ওটাং ওষুধি গাছ ব্যবহার করে নিজের ক্ষতস্থান নিজে সারিয়ে তুলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর- বিবিসি   

বিজ্ঞানীরা বলছে এই ঘটনা মানুষ ও বনমানুষ একই পূর্বপুরুষ থেকে এসেছে বলে যে ধারণা করা হয় তার বৈশিষ্ট্য জানান দেয়।

(২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর ইতিহাসে এবারই প্রথমবারের মতো উদ্ভিদ ব্যবহার করে বন্যপ্রাণীর নিজেকে সারিয়ে তোলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

রাকুস নামের এই ওরাং ওটাংটি ওষুধি গাছের পেস্ট নিজের মুখমণ্ডলে ব্যবহার করে। এরপর এক মাসের মধ্যে সেই ক্ষতটি সেরে যায়।

প্রতিবেদনে বলা হয়, একদল গবেষক ২০২২ সালে ইন্দোনেশিয়ায় জাতীয় পার্কে একটি বড় রাকুস দেখতে পায়। প্রানীটির গালে সেসময় বড় রকমের ক্ষত ছিলো।

গবেষকদের ধারণা, অপর একটি পুরুষ ওরাং ওটাংয়ের সঙ্গে এটি মারামারিতে জড়িয়েছিল। এর পরে গবেষক দলটি ওই ওরাং ওটাংটিকে আকার কুনিং নামে গাছের একটি ডাল ও পাতা চিবিয়ে ক্ষতস্থানে লাগাতে দেখে। গাছটি প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী হিসেবে পরিচিত।

প্রায় সাত মিনিটের মত এই পেস্ট ব্যবহার করে ওরাং ওটাংটি। এরপরই অকল্পনীয় ঘটনা দেখতে পান গবেষকরা। তারা দেখেন ক্ষতটিতে কোনো সংক্রমণ হয়নি এবং পাঁচদিনের মাথায় এটি প্রায় সেরে গেছে। এক মাসের মধ্যে ক্ষতটি পুরোপুরি ঠিক হয়ে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন