ফুটবল

কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন কোর্তোয়া

প্রায় ৯ মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরছেন থিবো কোর্তোয়া।  লিগায় অবনমনের শঙ্কায় থাকা কাদিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন এই বেলজিয়ান গোলরক্ষক।

শনিবার রিয়ালের মাঠে কাজিদের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

গত অগাস্টে মৌসুম শুরুর আগে অনুশীলনের সময় পায়ে চোট পান কোর্তোয়া, পরে পরীক্ষায় তার বাঁ হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চিড় ধরা পড়ে। দীর্ঘ দুই পায়ের চোট কাটিয়ে গত মাসে অনুশীলনে ফেরেন তিনি।

তবে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ফর্মে থাকা লুনিনকে খেলাবেন বলে জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।  ম্যাচে আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, “আমাদের মাথায় এখন মহাগুরুত্বপূর্ণ একটি ম্যাচ, ফাইনালের মতো, আর সেটা বায়ার্নের বিপক্ষে (চ্যাম্পিয়ন্স লিগে), এই ম্যাচে লুনিন খেলবে। এরপর, দেখা যাবে সবকিছু কিভাবে এগোয়…”

“কোর্তোয়া ভালো আছে, অনেক অনেক দিন পর আগামীকাল সে খেলবে। আমাদের জন্য ভালো খবর যে, (এদের) মিলিতাওয়ের মতো সেও ফিরছে। কোর্তোয়া দলে অবদান রাখতে পারবে, সে ভালো বোধ করছে, ফেরার সম্ভাবনায় সে খুবই রোমাঞ্চিত। তাকে ফিরে পেয়ে আমরাও উচ্ছ্বসিত।”

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন