আর্কাইভ থেকে বাংলাদেশ

অ্যালেনের সেঞ্চুরিতে জয়ের স্বাদ নিলো নিউজিল্যান্ড

ওপেনার ফিন অ্যালেনের সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয়ের স্বাদ নিলো নিউজিল্যান্ড। ৬৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলো কিউইরা।

স্থানীয় সময় গেলো রাতে এডিনবার্গে টস জিতে প্রথমে বোলিং করতে নামে স্কটল্যান্ড। নিউজিল্যান্ডকে ৫৩ বলে ৮৫ রানের সূচনা এনে দেন মার্টিন গাপটিল ও অ্যালেন। ৩১ বলে ৪০ রান করে ফিরেন গাপটিল। তবে ব্যাট হাতে ঝড় তুলেন অ্যালেন। মাত্র ৩৩ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান অ্যালেন। আর ৫৪তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১০ম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন অ্যালেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০১ রানে আউট হন তিনি। তার ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিলো।

নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বিশাল সংগ্রহ পায়। নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় রান কিউইদের।

২২৬ রানের টার্গেটে যুতসই জবাব দিতে পারেনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ম্যাচ খেলতে নামা স্কটল্যান্ড। নিউজিল্যান্ডের দুই স্পিনার ইশ সোধি ও অধিনায়ক মিচেল স্যান্টারকে সামলাতে হিমশিম খায় স্কটিশ ব্যাটাররা। এতে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে হারের পথে ছিটকে পড়ে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৫৭ রান তুলে স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ক্যালাম ম্যাকলিওড। নিউজিল্যান্ডের সোধি ৪টি ও স্যান্টনার ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন অ্যালেন।

এ সম্পর্কিত আরও পড়ুন