আর্কাইভ থেকে বাংলাদেশ

আগামী ৩ দিন বাড়তে পারে বৃষ্টিপাত

গেলো কয়েকদিন ধরে রোদ বৃষ্টির খেলা দেখিয়ে দেশের মানুষকে শঙ্কায় ফেলে দিয়েছে প্রকৃতি। শ্রাবণে এসে বৃষ্টির লুকোচুরি খেলা যেন থামতেই চাইছে না।

তবে এবার আবহাওয়া অধিদপ্তর জানালো- আসছে তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দূর্বলভাবে অবস্থান করছে। একই সাথে বাড়তে পারে দেশের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফরিদপুরে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন