জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনেও বাড়ছে ব্যবসায়িক প্রার্থীদের দাপট: টিআইবি

জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই হবার কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রায় শূণ্য বলে পর্যবেক্ষণ করছে। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ শঙ্কার পাশাপাশি স্বজনদের মনোনয়ন সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। জানালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (৬ মে) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ইতোমধ্যে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । ১৩ জন প্রার্থী মন্ত্রী-এমপিদের ভাই, চাচাতো-খালাতো ভাই, জামাতা কিংবা ভাইপো। তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগেরই সমর্থক হওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে।

ইফতেখারুজ্জামান আরও জানান, এসময়ের মধ্যে সংসদ সদস্যদের চেয়ে সম্পদ বেড়েছে স্থানীয় সরকারের চেয়ারম্যানদের। বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন