আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সালমান
নিজের সঙ্গে বন্দুক রাখার অনুমতি পেলেন অভিনেতা সালমন খান। আজ সোমবার (১ আগস্ট) মুম্বাই পুলিশ জানিয়েছে, এক মাস আগেই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সালমন। সম্প্রতি সেই অনুমতি দেয়া হয়েছে তাকে।
সালমনকে দেয়া খুনের হুমকির বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন অভিনেতা নিজে এবং তার পরিবার। সালমনের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকি চিঠিও খুঁজে পান তাদের বাড়ির চত্বরে। চিঠিটি রাখা ছিল একটি বেঞ্চে, যেখানে রোজ জগিং করে এসে বিশ্রাম নেন অভিনেতা।
বিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, জুলাইয়ের শেষে মুম্বাই পুলিশের সদর দপ্তরে গিয়েছিলেন সালমান। সেখানে তিনি মুম্বাই পুলিশের শীর্ষ কর্তা বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করেন। এবং আত্মরক্ষার্থে নিজের কাছে একটি বন্দুক রাখার অনুমতি চান। এমনকি, ওই বন্দুক থাকলে তিনি তার পরিবারকে রক্ষা করতে পারবেন বলেও জানিয়েছিলেন সালমন।
মুম্বাই পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশের সদর দপ্তরে সালমানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক। সোমবার মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়, অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপত্র দেয়া হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্যতম অভিযুক্ত একজন হলেন সালমন খান। তার বিরুদ্ধে ১৯৯৮ সালে একটি ছবির শ্যুটিংয়ের ফাকে আইন ভেঙে বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগ রয়েছে। গেলো ২৯ মে পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে হত্যার পর কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই সালমানকেও খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ছিল। ওই হুমকির সঙ্গেও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার যোগ রয়েছে।
এসি