আর্কাইভ থেকে বাংলাদেশ

ফাইভ-জি প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী

টেলিটকের ফাইভ-জি প্রকল্প সাময়িক স্থগিত করে ফোর-জি নেটওয়ার্ক আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেকের সভায় এই নির্দেশনা দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সভা শেষে ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, দেশে আগে পুর্নাঙ্গরূপে ফোর-জি নিশ্চিত করা উচিত। 

এম এ মান্নান জানান, আজকের সভায় মোট ৭ টি প্রকল্প অনুমোদিত হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৮ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়্ন করবে ১৮শ’৩১ কোটি ৪০ লাখ টাকা।  সংস্থাগুলো অর্থায়ন করবে ৫৩ কোটি ৪১ লাখ টাকা। বাকী ১শ’২২ কোটি ৭৬ লাখ টাকা আসবে বিদেশী সাহায্য থেকে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন