আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু সাড়ে নয় হাজারের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল একদিনে মারা গেছে নয় হাজার সাড়ে ৬শ' জন। এদিন, পাঁচ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যু আর সংক্রমণে এখনো শীর্ষে ব্রাজিল। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে টানা চতুর্থ দিনের মতো আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে দুই লাখ ৯০ হাজার।

এদিন, প্রায় ১২শ’ জনের মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার।

দিনের তৃতীয় সর্বোচ্চ ৭শ’ জনের মৃত্যু দেখেছে উত্তর অ্যামেরিকার দেশ মেক্সিকো।

এছাড়া, শুক্রবার ৪শ’জনের বেশি প্রাণহানি ছিলো রাশিয়া ও পোল্যান্ডে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৭ লাখ ১৩ হাজার। মোট সংক্রমিত হয়েছে ১২ কোটি ২৮ লাখের বেশি। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে নয় কোটি ৯০ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন