আর্কাইভ থেকে বাংলাদেশ

রাবিতে পক্সি দিয়ে প্রথম হওয়া 'এ ' ইউনিটের সেই শিক্ষার্থীর ফলাফল বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের গ্রুপ-২ থেকে প্রথম হওয়া মু. তানভীর আহমেদ নামের ওই ভর্তিচ্ছুর ফলাফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (৩ অগাস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫ জন অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগে কারাগারে গেছেন। তাদের মধ্যে

বায়েজিদ খান একজন।  তিনি গ্রুপ-২ এর রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরিক্ষা দিচ্ছিলো। তিনি ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

এদিকে সর্বশেষ গতকাল মঙ্গলবার   বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত ফলাফলে এ ইউনিটের গ্রুপ-২ থেকে প্রথম স্থান অর্জন করেন মু. তানভীর আহমেদ। ভর্তি পরীক্ষা দিতে এসে আটক হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তথ্য-উপাত্ত জানিয়েছিল তার সাথে নাম,  রোল নাম্বার এবং গ্রুপের মিল পাওয়া গেছে সে শিক্ষার্থীর। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তার ওয়েমার সিট বাতিল হওয়ার কথা থাকলেও তার ফলাফল প্রকাশিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর ফলাফল বাতিল করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন