যশোরে আওয়ামী লীগের ‘বিতর্কিত’ ৫ কমিটি স্থগিত
যশোর পৌর আওয়ামী লীগসহ জেলার আরো চারটি উপজেলার ‘বিতর্কিত’ পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গেলো মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে কমিটিগুলো স্থগিত করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়া যশোর পৌর শাখা এবং অভয়নগর, ঝিকরগাছা, বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলা শাখায় সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটির তালিকা পত্রিকায় পাঠানো হয়। কিন্তু এ কমিটিগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বিতর্কিত এসব কমিটি স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি এম মোজাম্মেল হক জানান, এ কমিটিগুলো নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
এসি