বলিউড

১০ হাজার ঘণ্টায় তৈরি ইশা আম্বানির মেট গালার শাড়ি

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় রাতে নজর কাড়লেন দুই ভারতীয় নারী। কিম কার্ডিশিয়ান, জেনিফার লোপেজদের ভিড়ে ‘আলিয়া’ এবং ‘ইশা’র পোশাকের ভারতীয় ছোঁয়া এখন টক অফ দ্য ইন্টারনেট। মেট গালার মঞ্চে শাড়ি আর ফুলের সাজে ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরলেন এই দুই নারী। যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ইশার শাড়ি গাউনটি। এককথায় ‘The Garden of Time’ থিমে মুকেশ কন্যার শাড়ি স্টাইল গাউনটি ছিল অত্যাশ্চর্য। জানেন কী এমন রয়েছে এই পোশাকে?

অনেকে ভাবতেই পারেন যে, তিনি হচ্ছেন ইশা আম্বানি। তার পোশাক নিয়ে তো আলোচনা হবেই। এ আর নতুন কী? তবে এবারের ব্যাপারটা ঠিক তেমনটা না। রাহুল মিশ্রর ডিজাইন করা এই গোল্ডেন গাউনটি সত্যিই নজরকাড়ার মত। বিশেষ করে গাউনের সাথে শাড়ির ফিউশনের তারিফ না করে পারা যায়না। এক ঝলক দেখলে মনে হবে, যেন কোনো ফুলের বাগান। যে বাগানের মধ্যে ভেসে বেড়াচ্ছে প্রজাপতি এবং ড্রাগনফ্লাই। আর সেই বাগানের মালকিন ইশা যেন কোনও স্বপ্নে দেখা রাজকন্যা।

ইশার এই শাড়ি গাউনের উপর ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির জীবনচক্রকে। শোনা যাচ্ছে, এই গোটা পোশাকটিই নাকি হাতে বোনা। একাধিক দক্ষ শিল্পীর অক্লান্ত পরিশ্রমের ফল এই শাড়ি গাউন। পোশাকটিতে রয়েছে নকশি, জরদৌসি ও অ্যাপ্লিকের কাজ। ইশার এই একটি পোশাক তৈরী করতে সময় লেগেছে প্রায় ১০ হাজার ঘন্টারও বেশি। তাহলেই ভাবুন কতটা পরিশ্রম রয়েছে এই একটা শাড়িতে?

যদিও এই পোশাকের দাম এখনও জানা যায়নি, তবে সংশ্লিষ্ট মহল বলছে, কয়েক কোটি টাকার হতে পারে ইশার এই পোশাকের দাম।

পোশাকের পাশাপাশি এইদিন  নজর কেড়েছে আম্বানি কন্যার অ্য়াকসেসরিজও। তিনি সঙ্গে নেন শাড়ির সঙ্গে মানানসই একটি জেড ক্লাচ ব্যাগ, ট্র্যাডিশনাল পদ্ম শেপের ব্রেসলেট, তোতা পাখির মতো দেখতে কানের দুল এবং একটি ফুলের জিজাইনের চোকার।

আর মেকআপ হিসেবে হিসেবে ইশাকে দেখা গিয়েছে মোটা ভ্রু, গালে রুজ, ব্রোঞ্জার, এবং গোলাপি লিপস্টিকে। আইমেকআপে প্রাধান্য পেয়েছে সোনালি রং। ব্যবহার করা হয়েছে বেশ গাঢ় করে মাস্কারা।

এককথায় বলাই যায় যে, রক্ত মাংসের মানুষ নয়, সোম-সন্ধ্যায় ইশা যেন হয়ে উঠেছিলেন কোনও রূপকথার পরী।

এ সম্পর্কিত আরও পড়ুন