আর্কাইভ থেকে দেশজুড়ে

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডে ১০টি ঝুট গুদাম পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া।

তিনি জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের ১০টি গুদাম ও ঝুট পুড়ে গেছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, একই এলাকায় ভোরে একটি বাড়িতে আগুন লাগে। এ সময় ওই বাসা বাড়ির পাশেই বিভিন্ন ধরনের পাঁচটি দোকান ও বাসাবাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এ আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন