লুঙ্গি পরে ‘পরাণ’ দেখতে আসা সেই বৃদ্ধকে খুঁজছেন মিম
লুঙ্গি পরে ‘পরাণ’ দেখতে আসা এক বৃদ্ধকে সিনেমা দেখার অনুমতি দিচ্ছে না হল কর্তৃপক্ষ। সাদা দাড়ির ষাটোর্ধ সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে ছিলেন অনুমতির অপেক্ষায়। কিন্তু লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলাররা। বিষয়টি নজরে এসেছে ‘পরাণ’-এর নায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি সেই বৃদ্ধ লোকটিকে খুঁজছেন।
গেলো বুধবার (০৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বক্সঅফিস নেক্স নিউজ’ নামের একটি পেইজের এই ভিডিওটি আপলোড হওয়ার পরই সেটি শেয়ার করেন এ ছবির মূল চরিত্রের অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মিম লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে আমার টিম সহ।’
বুধবার রাতে মিমের সেই পোস্ট নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে। অভিনেত্রী মিমের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বেশিরভাগ নেটিজেন।