সুরিয়াকুমারকে চাপে ফেলার টোটকা বাতলে দিলেন রাইডু
সুরিয়াকুমার যাদবকে কীভাবে আটকানো যায়, এই পরিকল্পনা প্রতিপক্ষ দলের মধ্যে থাকাটা স্বাভাবিক। তবে এই ভারতীয় ব্যাটার যেভাবে ব্যাট চালিয়ে যান, চারপাশে খেলতে থাকেন- তাতে তাকে প্রতিরোধ করা কিছুটা কঠিন বটে। সুরিয়াকুমারকে চাপে ফেলা যায় কীভাবে, তা নিয়ে কথা বলেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটার আম্বাতি রাইডু।
শনিবার (১১ মে) আইপিএলের ম্যাচে মুম্বাইকে ১৮ রানে পরাজিত করেছে কোলকাতা নাইট রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ ব্যাটার সুরিয়াকুমারের ব্যাটে ১৪ বলে ১১ রানের ইনিংস আসে। তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত তো ছিল মুম্বাই দল। ইডেন গার্ডেন্সে ১৬ ওভারের ম্যাচে কোলকাতা ১৫৭ রান সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের রান থামে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে।
সুরিয়াকুমারকে নিয়ে স্টার স্পোর্টসে রাইডু বলেন, “এখানে কিছু পরিকল্পনা দরকার সুরিয়াকুমার যাদবকে বল করতে হলে। তুমি স্লো করো, ওয়াইডে করো। আমরা এটি বিশ্বকাপেও দেখেছি। যখন পিচ কিছুটা স্লো থাকে, অনসাইডে বড় বাউন্ডারি সহযোগে- দলগুলোর তার বিপক্ষে পরিকল্পনা থাকে। তার এটা নিয়ে কিছুটা কাজ করা দরকার।“
এখন পর্যন্ত মুম্বাইয়ের হয়ে অনেকটা ভদ্রস্থ সংগ্রহ আছে সুরিয়াকুমারের। তিনি ১০ ম্যাচ খেলে ৩৪৫ রান সংগ্রহ করেছেন, যেখানে গড় ৩৮.৩৩, স্ট্রাইক রেট ১৬৯.৯৫। যদিও তিনি টুর্নামেন্ট শুরুর প্রথম ৩ ম্যাচ খেলতে পারেননি।
এম/এইচ