আর্কাইভ থেকে বাংলাদেশ

ভোলায় ওসিসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা

ভোলায় লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়। সেখানে স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম নিহতের ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গেলো রোববার (৩১ জুলাই) ভোলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন। 

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতে ভোলা সদর থানায় দুটি মামলা করেছে। দুটি মামলায় ৭৫ ও অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। 
একটি মামলায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম ও অপর মামলায় পথচারী হত্যার বিষয়টি উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গেলো রোববার (৩১ জুলাই) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বেলা ১১টার দিকে ভোলা জেলা সদরের মহাজনপট্টিতে বিক্ষোভ-সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম।

এ সম্পর্কিত আরও পড়ুন