ক্রিকেট

বিশ্বকাপে অনিশ্চিত তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচ খেলেননি বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। জানা যায় কিছুটা চোটে আক্রান্ত হয়েছেন এই পেসার। চোট কতটা গুরুতর তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে। যেখানে শতাংশের হিসেবে ৫০-৫০ আশা করা যাচ্ছে।

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে চোটে পড়েন তাসকিন। আজ (রবিবার) সিরিজের শেষ ম্যাচে ব্যথা আরও বেড়ে যায়। তবে চোটের অবস্থা কেমন, তা এখনো পরিস্কার হওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, "ম্যাচের আগে তাসকিন মাংসপেশির চোটে পড়েছেন।"

গত ওডিআই বিশ্বকাপ থেকেই চোট নিয়ে কিছুটা ভুগছিলেন তাসকিন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সামনেও এমন শঙ্কা তৈরি হলো। বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়েও কিছুটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে। যা এই পেসার নিজেই জানালেন  গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে। তিনি বলেন, "এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। ফিফটি-ফিফটি। একটু তো ব্যথা আছে। পুরো রিপোর্টটা আসলে বলা যাবে।"

খেলা দেখে ফেরার পথে মিরপুরে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনিও কিছুটা দ্বিধার কথা জানান। তাসকিনকে বিশ্বকাপে পুরোপুরি পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। সভাপতি নাজমুল হাসান বলেন, "দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব, এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব।"

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। ফলে টি-টোয়েন্টি সিরিজের ফলাফলে দেখা যায় বাংলাদেশ ৪ ম্যাচ জিতে, এক ম্যাচে হারের স্বাদ পেল।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন