‘র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি নিয়ে ডোনাল্ড লুর সফরে আলোচনা হবে’
র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি যাতে সহজ করা হয় বা উঠে যায় সেগুলো নিয়ে মার্কিন প্রশাসনে এর আগে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এসব আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে এ সফরে আসতেই পারে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে সম্পর্ক এগিয়ে যাওয়ার বা নতুন উচ্চতায় নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করা হবে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানা ক্ষেত্রে সহযোগিতা আছে।
প্রসঙ্গত, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গেলো বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।
আই/এ