ক্রিকেট

বাবর ও শাহীনের কীর্তিতে উন্মোচিত হলো জার্সি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ হয়েছে, জিতেছে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং পেসার শাহীন শাহ আফ্রিদি গড়েছেন নতুন কীর্তি। তাদের এই কীর্তিকে সম্মান জানাতে জার্সি উন্মোচন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি রবিবারের ম্যাচ শেষে ১-১ এ সমতায় এসেছে। পাকিস্তান বেশ দাপটের সাথেই ম্যাচটি জিতে নেয়। ডাবলিনের এই ম্যাচটিতে গৌরবের সাথে ৩০০তম আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শাহীন আফ্রিদি। অন্যদিকে পাকিস্তানের জয়ে অধিনায়ক হিসেবে বাবরের ঝুলিতেও ঢুকেছে নতুন অর্জন। অধিনায়কের দায়িত্ব পালন করে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতলেন। পেছনে ফেলেছেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। বাবরের কাছে এখন ৪৫ টি জয়।

শাহীনের ৩০০ উইকেট নেওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা যাচ্ছে। তরুণ ক্রিকেটার হিসেবে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই তালিকায় যুক্ত হয়েছেন তিনি। যেখানে তালিকার অন্য ক্রিকেটারদের মধ্যে দেখা যায়; ওয়াকার ইউনুস, সাকলায়েন মুশতাক, রাশিদ খান ও কাগিসো রাবাদাকে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন