দেশজুড়ে

প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি মল্লিককে ইসির তলব

সদ্য সমাপ্ত প্রথম দফা উপজেলা নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সস্ত্রীক প্রকাশ্যে ভোট দেয়ায়। বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩মে) এমপি মল্লিককে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

ইসির চিঠিতে বলা হয়, গেলো ৮ মে এমপি মল্লিক ৪৭নং মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে  ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ।

চিঠিতে আরও বলা হয়, ওই অপরাধ সংঘটনের কারণে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন পত্র দেয়া হবে না, সে বিষয়ে আগামী বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন