আর্কাইভ থেকে বাংলাদেশ

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর আভাস দিলেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর আভাস দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, জনগণের দুর্ভোগ হয়— এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন। সম্প্রতি গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তা ২০২১ সালের দর। যুদ্ধের কারণে অনেক দাম বেড়েছে, এখন আবার সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আজ শুক্রবার(৫ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, পেট্রল ও অকটেন নিয়ে চিন্তা নেই। হেডেক হয়েছে ডিজেল। ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরিবহন সেক্টরে। সে দিকটাও সরকার বিবেচনা করছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমরা দাম সমন্বয় করার কথা চিন্তা করছি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কতটা কমেছে সে বিষয়টি বুঝতে হবে। দর উঠেছিল ১৭০ ডলারে, এখন বিক্রি হচ্ছে ১৩৪ ডলার। ৭৯ ডলারের ওপরে গেলে লোকসান দিতে হয়।

তিনি বলেন, আমরাতো বিএনপির মতো অন্ধকার যুগে চলে যাইনি। বিশ্বের অনেক উন্নত দেশ লোডশেডিং করছে। রাজধানীতে এর ফলাফল ভালো শৃঙ্খলার মধ্যে রয়েছে। নির্ধারিত সময়ে লোডশেডিং হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন