আন্তর্জাতিক

পাকিস্তানে আটা ও বিদ্যুৎতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আটা ও বিদ্যুৎতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে সাধারণ জনগণের রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১০০ জন। নিহতের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। খবর- বিবিসি 

গেলো শুক্রবার থেকে হাজার হাজার মানুষ আটা ও বিদ্যুৎতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ২৪ বিলিয়ন রুপি ভর্তুকি ঘোষণা করার পর গেলো মঙ্গলবার আয়োজকরা এই বিক্ষোভ বন্ধ কর দেয়।

আয়োজকদের একজন শওকত নওয়াজ মীর বলেন, সরকার আমাদের সব ধরনের দাবি মেনে নিয়েছে। তিনি আরও বলেন, বিক্ষোভে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

সপ্তাহের শেষে সংঘর্ষ এমন রুপ নেয় যে সরকার বাধ্য হয়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। পাশাপাশি স্কুল, কলেজ, পরিবহণ ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়।

গেলো সোমবার বিক্ষোভ দমাতে ওই অঞ্চলের রাজধানী মুজাফফরবাদে আধা সামরিক বাহিনী পাঠায় সরকার।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন