প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, জানালেন হাথুরুসিংহে
বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। এখন কেবল উড়াল দেওয়ায় পালা। যদিও বিশ্বকাপ শুরুর আগে টাইগাররা ৩ ম্যাচের সিরিজ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আজ (বুধবার) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। এরমধ্যে মিরপুরে সংবাদ সম্মেলন এবং অফিশিয়াল ফটোসেশন শেষ করেছে তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন কোচ ও অধিনায়ক। যেখানে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়েও হয়েছে আলোচনা। এবারের বিশ্বকাপ যে সেখানেই আয়োজন হতে যাচ্ছে। হাথুরুসিংহে জানান, "আমরা ভালো ক্রিকেট খেলছি, আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি, দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তা–ই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপ পর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে।"
যুক্তরাষ্ট্রে পূর্বে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না। দেশটির সাথে মানিয়ে নেওয়ার কিছু ব্যাপার থাকবে। সেখানের আবহাওয়া, সময়, পরিবেশ সবকিছুই এর অন্তর্ভুক্ত। এসব বিষয় সংবাদ সম্মেলনে এনেছেন কোচ, "আমাদের ঐ দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো এক বা দুইটি সমন্বয়ও চেষ্টা করব।"
দলীয় অধিনায়ক প্রশ্নের জবাবে দল নির্বাচন নিয়ে কথা বলেছেন আজ। মোহাম্মদ সাইফউদ্দিনের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সাইফউদ্দিনের বিষয়টি কোচ, ম্যানেজমেন্ট, খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্ত বলেই জানাচ্ছেন নাজমুল শান্ত। তিনি বলেন, "দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।"
চট্টগ্রামে ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে কেবল বাকি যুক্তরাষ্ট্র সিরিজ। প্রধান কোচ মনে করছেন, প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। তবে কিছু খেলোয়াড়দের নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে বটে। সেটিও খুব বেশি নয়।
এম/এইচ