আন্তর্জাতিক

মুসলমানদের প্রতি কেন এত অবিচার, প্রশ্ন মোদির  

মুসলমানরা অনুপ্রবেশকারী এবং তারা বেশি সন্তান নেয়- এমন মন্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর- টাইমস অফ ইন্ডিয়া

গেলো মঙ্গলবার দেশটির  সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মোদি বলেছেন, তিনি হিন্দু-মুসলমান রাজনীতি করেন না। যেদিন করবেন, সেদিনই জনজীবনে থাকার অযোগ্য হবেন তিনি।

তিনি এসময় আরো বলেন, আপনাকে কে বলেছে, যখনই কেউ বেশি সন্তান নিয়ে কথা বলে, তখন তার লক্ষ্য মুসলমান বলে বুঝতে হবে? মুসলমানদের প্রতি এত অবিচার কেন? দরিদ্র পরিবারেও এই অবস্থা হয়। যেখানে দারিদ্র্য আছে, সেখানে শিশুর সংখ্যা বেশি। তা যে সামাজিক বৃত্তই হোক না কেন। আমি হিন্দু বা মুসলিম কোনোটাই উল্লেখ করিনি।

ভারতে চলছে লোকসভার নির্বাচন। সাত দফার এ নির্বাচনে ইতিমধ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় ১০০ কোটি ভারতীয়।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন