এক রাতেই গাজীপুরে শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাই
গাজীপুরের ভোগরায় দোকান ও শতাধিক টিনশেড ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় রাজু মিয়া নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
বুধবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ভোগরা গরুকাটা ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে হঠাৎ টিনশেডের একটি ঘরে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।