ক্রিকেট

ধোনি আরও এক-দুই বছর খেলতে পারেন: মাইক হাসি

মহেন্দ্র সিং ধোনির শেষ হতে যাচ্ছে এবারই। অনেকটা এমনই জানা ছিল এতদিন। তবে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন অন্য কথা। ধোনি আরও দুই-এক বছর খেলতে পারবেন বলে মত তার। অথচ আইপিএলের চলতি মৌসুমে ধোনিকে মাঠে দেখা যাবে, সেটিও খুব একটা নিশ্চিত ছিল না।

ইসপিএন এর এরাউন্ড দ্য উইকেট শো’তে কথা বলেছেন চেন্নাই ব্যাটিং কোচ। যিনি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান। তিনি বলেন, "আমরা আশা করছি সে আরো চালিয়ে যাবে।"

এরপর তিনি আরও যোগ করেন, "সে এখনো ব্যাটিংয়ে খুবই ভালো। সে ভালোভাবে প্রস্তুতি নেয়। ক্যাম্পে আসে খুব তাড়াতাড়ি এবং অনেক বেশি বল খেলতে থাকে। সে তো প্রতিটা মৌসুমেই ভালো ছন্দে থাকে।"

ধোনির একটি চোট ছিল। যার কারণে তাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মূলত এই চোটের ফলে তাকে নিয়ে কিছুটা দ্বিধা ছিল চলতি আসরে। হাসি আরও বলেন, "আমার নিজের দৃষ্টিকোণ থেকে মনে হয়, সে আরও দুই-এক বছর চালিয়ে নিতে পারবে। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। সে-ই একমাত্র যে এ ব্যাপারে জানাবে।"

চোটের কারণে ধোনিকে অনেকটা ওয়ার্কলোড বিবেচনা করে খেলানো হয়ে থাকে। ব্যাটিংয়ের সময়েও দেখা যায়, বেশ পরে তাকে নামানো হচ্ছে। এমনকি পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে দেখা গেছে তাকে। এর বাইরে ১০ ইনিংস খেলে ২২৬.৬৬ স্ট্রাইক রেট নিয়ে ১৩৬ রান করেছেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন