আর্কাইভ থেকে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো জিম্বাবুয়ে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিলো স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচের অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সিকান্দারা রাজা। রাজা ছাড়াও ম্যাচে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক রাগিস চাকাভা। আগের ম্যাচ রাজা ও ইনোসেন্ট কাইয়া সেঞ্চুরি করে বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন। দ্বিতীয় ম্যাচে জয়ের পথে পঞ্চম উইকেটে ২০১ রানের জুটি গড়েন চাকাভা ও রাজা।

আজ রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান চাকাভা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। আগ্রাসী ভূমিকায় ব্যাট করেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। ম্যাচে ব্যাক টু ব্যাক ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তবে ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম অর্ধশত রান তুলে ফেরেন তিনি। বিদায়ের আগে ৪৫ বলে ১০ চার ও ১ ছয়ে করেন ৫০ রান করেন তামিম। 

বিআ

 

এ সম্পর্কিত আরও পড়ুন