আর্কাইভ থেকে বাংলাদেশ

বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ

গেলো ৫ আগস্ট রাত ১২টা থেকে বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। হঠাৎ করে তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় ইচ্ছে মতো বাসভাড়া নেওয়ারও অভিযোগ ওঠে। এরপর সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ সোমবার (৮ আগস্ট) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ভাড়ার চাট প্রস্তুত করা হয়েছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

মহাখালী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

গাবতলী বাস টার্মিনাল থেকে অন্যান্য জেলার বাস ভাড়ার তালিকা

অন্যান্য আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ভাড়ার তালিকা

ঢাকা ও চট্রগ্রাম মহানগরীসহ দূরপাল্লা রুটে ডিজেল চালিত বাস ভাড়া

 

বিআরটিএ আরও জানিয়েছে, ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সে ক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন