ওয়েস্ট ইন্ডিজের ভালো সম্ভাবনা দেখছেন অ্যামব্রোস
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভালো সম্ভাবনা দেখছেন দেশটির 'গ্রেট' ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। বিশ ওভারের বিশ্বকাপে ভালো রেকর্ড আছে দলটির। ২০১২ ও ২০১৬ সালে শিরোপা জিতে নেয় উইন্ডিজরা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
সর্বশেষ বিশ্বকাপ ভালো যায়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম রাউন্ড পার করা হয়নি দলটির। এদিকে সর্বশেষ ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করা হয়নি তাদের। অ্যামব্রোস অবশ্য বিশ্বাস রাখছেন দলের উপর। একে তো ঘরের মাটিতে খেলা, অন্যদিকে রভম্যান পাওয়েলের নেতৃত্ব আশা যোগাচ্ছে আইসিসি 'হল অব ফেম' ক্রিকেটার অ্যামব্রোসকে।
শেষ ১৪ মাসে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যামব্রোস যুক্তরাষ্ট্রে কথা বলতে গিয়ে জানান, "আমাদের খুবই খুবই ভালো দল রয়েছে।"
"আমি বিশ্বাস করি ছেলেরা যখন ধারাবাহিক ও 'স্মার্ট' ক্রিকেট খেলবে, তখন শিরোপা নিয়ে আসতে পারবো।"
"এটা সহজ কিছু হবে না। কিন্তু আমরা সেই দুই দেশের এক দেশ যারা এটি দুই'বার জিতেছি। আমরা চেষ্টা করবো, এটা তিনে নেওয়ার।"
বিশ্বকাপ ২০২৪ এ ওয়েস্ট ইন্ডিজ আছে গ্রুপ-সি তে। যেখানে তাদের অন্য প্রতিপক্ষগুলো হচ্ছে; পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
এম/এইচ