ক্রিকেট

উইন্ডিজ সিরিজের জন্য নতুন অধিনায়ক প্রোটিয়াদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রেসি ভ্যান ডার ডুসেনের নাম। যদিও এই মিডল-অর্ডার ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাননি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সাবিনা পার্ক, কিংস্টন ও জ্যামাইকায় ম্যাচটি তিনটি অনুষ্ঠিত হবে। আগামী মে মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে সিরিজ, শেষ হবে ২৬ মে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুই দলের প্রস্তুতির জন্য কাজ করবে ম্যাচগুলো।

এইডেন মার্করাম ও ডেভিড মিলারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। মূলত বিশ্বকাপের জন্য তাদের সতেজ অবস্থায় পাওয়ার আশা করছে তারা। ফলে উইন্ডিজদের বিপক্ষে ভ্যান ডার ডুসেনকে অধিনায়ক করা হয়েছে।

হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ ও মার্কো জানসেন আইপিএল এর জন্য ভারতে অবস্থান করছে। অন্যদিকে কাগিসো রাবাদা চোটে পড়ায়, আইপিএল থেকে দ্রুত ফিরেছেন। ট্রিস্টান স্টাবসকে স্কোয়াডে রাখা হয়নি, যদিও আইপিএলে তার দল লিগ পর্ব থেকে দ্রুতই বাদ পড়েছে।

দক্ষিণ আফ্রিকার ঘোষিত দলটি কিছুটা অনভিজ্ঞ বটে। তবে প্রধান কোচ রব ওয়াল্টার বেশ আশা রাখছেন ভ্যান ডার ডুসেনের প্রতি।

 

এম/এইচ

 

এ সম্পর্কিত আরও পড়ুন