ক্রিকেট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ শুরুর আগে ৩ ম্যাচের সিরিজ খেলবে দেশটির সাথে, এমনই আছে সূচি। তবে নতুন করে শঙ্কা জেগেছে সিরিজ হওয়া নিয়ে। কারণ হিউস্টনে যখন টাইগাররা পৌঁছে, তখন থেকেই প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়ে গেছে। এখানেই মঙ্গলবারে (২৩ মে) সিরিজ খেলবে দুই দল।

আশঙ্কার কথা অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলো সাধারণত অস্থায়ী স্থাপনা দিয়ে গঠিত। প্রবল ঝড় আর বাতাসের কারণে সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে লিখেছেন, "২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা আছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় বয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।"

আগামী ২১, ২৩ ও ২৫ তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন