রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম হাজী আব্দুল মান্নান শেখ (৭৫)।
গেলো মঙ্গলবার (৯ আগস্ট) রাতে গেণ্ডারিয়া কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, আব্দুল মান্নান গেণ্ডারিয়া কাঁচাবাজার বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে শ্যামপুর থানায় নিয়ে আসা হয়েছে।
এসি