আর্কাইভ থেকে ক্রিকেট

খালি হাতে ২ ব্যাটার, সেঞ্চুরি হলো না বিজয়ের

জিম্বাবুয়ে সফরের একটি ম্যাচেও টস জিতে পারেনি বাংলাদেশ দলের। আগের পাঁচ ম্যাচের মতো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও টস হেরেছে টাইগাররা। হেরেছে আগের ম্যাচও।

আজ বুধবার(১০ আগস্ট) শেষ ম্যাচেও চাপের মুখে বাংলাদেশ। সন্তোষজনক শুরুর পর তামিম ইকবাল ৩০ বলে ১৯ রান নিয়ে ফিরে গেলেন সাজঘরে। এরপর উইকেটে আসা নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম রানের খাতাটাই খুলতে পারলেন না। খালি হাতে সাজঘরে গেলেন তারা।

অপরদিকে, সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এনামুল হক বিজয়। দেখেশুনে এগোচ্ছিলেন এই মালফলকের দিকে, তবে ইনিংসের ২৫তম ওভারে ঘটল ছন্দপতন। লুক জংয়ের বলে মাঠ ছাড়লেন তিনি। ফেরার আগে ৭১ বলে ৬ চার এবং ৪ ছয়ে ৭৬ রান করেছেন তিনি।

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশ দল এখন চাপের মুখেই রয়েছে। শেষ পর্যন্ত কোন অঘটন না ঘটলে, জিম্বাবুয়ে ম্যাচ জিতবে লা যায়।

প্রতিবেদন লেখা পর্যর্ন্ত বাংলাদেশ দল ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়েছে। সংগ্রহ ১৭৬ রান। এরমধ্যে বিজয় ৭৬ রান, তামিম ১৯ রান, মাহমুদউল্লাহ ৩৯ রান করেছেন।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, লুক জংওয়ে, ভিক্টর নিয়ুচি, টাডিওনাশে মারুমানি, টাকুডজোয়ানাশে কাইটানো, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে ও রিচার্ড এনগারাভা। 

এ সম্পর্কিত আরও পড়ুন