ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন, অবিক্রিত অন্যরা

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। আজ মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তার ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে, বিশ্বকাপে নিজেদের মেলে ধরবে তারা। চোটে আক্রান্ত তাসকিনও আছেন দলের সাথে। যুক্তরাষ্ট্র সিরিজ তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপে তাকে দেখা যাবে, আশা করা যায়। দলের সহ অধিনায়কও তিনি।

তাসকিন দল পেয়েছেন। তবে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম- তারা ছিলেন অবিক্রিত। বাংলাদেশি পেসারের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ভাগ্য খুব সদয় হয়নি কখনো। হয়তো চোট, নয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পাওয়া হয় না- এমন হয়ে থাকে।

বাংলাদেশের হয়ে ৬১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন। উইকেট নিয়েছেন ৬৪ টি।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন