র্যাব কর্মকর্তা ইসমাইলের মরদেহ বনানীতে দাফন
ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃতদেহ আজ রাজধানীর বনানীর কবরস্থানে দাফন করা হয়েছে।
গেলো বুধাবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মরদেহ ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে তার নিজ এলাকা রাজধানীর কালশী অবস্থিত বাইতুর রহমান জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় র্যাব সদর দপ্তরে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশের পুলিশের আইজিপি ও র্যাব ফোর্সের মহাপরিচালক এর উপস্থিতিতে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়।