কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে হাইকোর্টে তলব
কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে হাইকোর্টের নির্দেশনার পরও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে তোলায় তলব করেছেন হাইকোর্ট। আগামী ২১ আগস্টের মধ্যে তাদেরকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
তারা হলেন- ব্র্যাক ব্যাংকের এমডি, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নিলামে সম্পত্তি ক্রয়কারী।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হুসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গেলো ২৪ মার্চ ওই সম্পত্তি (প্রতিষ্ঠান) নিলামে তোলা হয়। ওই নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানসমূহের মালিক শফিকুল ইসলাম। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ নিলামের সব কার্যক্রম স্থগিত করেন। এর ফলে শফিকুল ইসলামের মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে।